কলকাতা পুলিশ আয়োজিত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ হাফ ম্যারাথন ২০২৬–এর প্রেস মিট ও লোগো লঞ্চ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত পরিবেশে। এবারের ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি, ২০২৬—এই ঘোষণা দিয়েই শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উর্ধ্বতন আধিকারিকরা, বিভিন্ন দৌড় সংস্থা, স্পনসর প্রতিষ্ঠান, ফিটনেস বিশেষজ্ঞ এবং শহরের ক্রীড়াপ্রেমীরা। লোগো উন্মোচনের মুহূর্তেই পরিষ্কার হয় যে, এবারের ম্যারাথন ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতাকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাজানো হয়েছে। সড়ক নিরাপত্তা, সুস্থ জীবনযাপন ও জনসচেতনতার বার্তা তুলে ধরতেই এই মহা-আয়োজন।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের হাফ ম্যারাথনে অংশগ্রহণের সুযোগ থাকবে শহরের সাধারণ দৌড়প্রেমী থেকে শুরু করে পেশাদার অ্যাথলিট—সকলেরই। বিভিন্ন বিভাগে দৌড়ের পাশাপাশি থাকবে নিরাপত্তা সচেতনতা ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা, এবং পথ নিরাপত্তা সংক্রান্ত প্রদর্শনী।
শহরজুড়ে ইতিমধ্যেই উত্সাহ দেখা যাচ্ছে এই ম্যারাথনকে ঘিরে। আয়োজন পক্ষের আশা—আগামী বছরের অন্যতম বৃহৎ এই দৌড় প্রতিযোগিতা আবারও শহরবাসীকে একসূত্রে বাঁধবে, আর সড়ক নিরাপত্তা নিয়ে নতুন বার্তা পৌঁছে দেবে ঘরে ঘরে।
