



১৫ই ডিসেম্বর, ২০২৫-এ রবীন্দ্রসদনে ঝর্ণা ভট্টাচার্য্য-র ‘সরস্বতী ভাণ্ডার’ আয়োজিত ‘সরস্বতী সম্মান’ পেলেন সমাজের বিভিন্ন গুণী ব্যক্তি। যারা নিজেদের দায়িত্বশীল পেশা সামলিয়ে বাংলা ভাষা, বাঙালিয়ানা, সর্বোপরি বাংলার বিভিন্ন বিষয় নিয়ে সদা তৎপর। তাঁদের মধ্যে ছিলেন ডক্টর রোমি রায় (শিশুরোগ বিশেষজ্ঞ), ড. পার্থসারথি চক্রবর্তী (সিইও- এমসিকেভি গ্রুপ অফ স্কুল এন্ড কলেজ), সোমা চক্রবর্তী (এমডি- গুডেস হাসপিটাল), এডভোকেট সৌরভ সাহা চৌধুরী, গায়ক শুভায়ু ব্যানার্জি সহ আরো কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর সর্বোপরি সহযোগিতা করেছেন লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস্ প্রতিষ্ঠাতা আশিস বসাক।
সরস্বতী ভাণ্ডারের প্রতিষ্ঠাতা ঝর্ণা ভট্টাচার্য্য-র কথায়, “পশ্চিমবাংলা থেকে বাংলাকে মুছে দেওয়ার বৃথা চেষ্টা করা হচ্ছে। আজ এই অনুষ্ঠান সেটাই প্রমাণ করলাম, কারণ বাংলার মানুষ বাংলাকে, বাঙালিয়ানা আঁকড়ে ধরবেই। তবে কিছু কু-শব্দের প্রয়োগ, বিকৃত বাংলাভাষা দেখা গেলেও, আশা করছি মানুষ নিশ্চয়ই সচেতন হবে, সচেতন হবেন আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা।”



