সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে আরও এক মানবিক দৃষ্টান্ত

 

নিজস্ব প্রতিবেদন | বজবজ | ২০ ডিসেম্বর ২০২৫

 

জাতি–ধর্ম–বর্ণ–বর্গ–দলমত নির্বিশেষে সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষার লক্ষ্যে ডায়মন্ড হারবারে শুরু হওয়া ‘সেবাশ্রয়’ কর্মসূচি আজ রাজ্য তথা দেশের বুকে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে বজবজ বিধানসভা এলাকার ‘সেবাশ্রয়–২’ কর্মসূচির অন্তর্গত বি.বি.আই.টি কলেজ মাঠে আয়োজিত স্বাস্থ্য শিবির পরিদর্শন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

এদিন সাংসদকে কাছে পেয়ে বজবজবাসীর মধ্যে দেখা যায় স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও আবেগ। তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং শিবিরে প্রদত্ত স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে ও সময়মতো পৌঁছচ্ছে কি না, তা নিজে উপস্থিত থেকে তদারকি করেন।

 

শিবির পরিদর্শনের সময় সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভা এলাকার পর্যবেক্ষক জাহাঙ্গীর খান। তিনি শিবিরের সার্বিক ব্যবস্থাপনা, পরিষেবার মান ও আয়োজকদের প্রস্তুতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের সুস্বাস্থ্য ও সম্মানজনক জীবনের অধিকার রক্ষা করাই ‘সেবাশ্রয়’ উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণ মানুষের পাশে থেকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির প্রধান অঙ্গীকার বলেও তিনি জানান।

 

সংখ্যায় ‘সেবাশ্রয়–২’

 

(২০ ডিসেম্বর ২০২৫, রাত ৮টা পর্যন্ত)

• মোট নিবন্ধন: ১,২৮,৮৩১ জন

• দিনের নিবন্ধন: ৮,৭৮৫ জন

• ওষুধ প্রদান: ৪,৩১০ জনকে

• স্বাস্থ্য পরীক্ষা: ৪,৬২২ জনের

• রেফারাল: ২৮টি

• মোট স্বাস্থ্য শিবির: ৩৪টি

 

এই শিবিরে সাধারণ চিকিৎসা, ডায়াগনস্টিক পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, বিশেষজ্ঞ পরামর্শ এবং উচ্চতর চিকিৎসার জন্য রেফারালের ব্যবস্থা করা হয়। বহু আর্থিকভাবে পিছিয়ে পড়া ও দীর্ঘদিন অবহেলিত মানুষ এই কর্মসূচির মাধ্যমে নতুন করে চিকিৎসার সুযোগ ও আশার আলো পান।

 

এই মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মালদা জেলার কালিয়াচক ব্লকের বৈষ্ণবনগর থানার চাকসেহেরদী গ্রামের কৃতি চিকিৎসক ডা. গোলাম মুর্শিদ সেখ। নিরলস পরিশ্রম ও গভীর দায়িত্ববোধের মাধ্যমে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

 

খরচের হিসেব না কষে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর চিকিৎসা দর্শন।

এই নিঃস্বার্থ মানবিক প্রয়াস সমাজের সর্বস্তরের মানুষের প্রশংসা ও কৃতজ্ঞতা অর্জন করেছে।

 

‘সেবাশ্রয়–২’ আবারও প্রমাণ করল—এখানে সেবা কোনো প্রতিশ্রুতি নয়, মানুষের প্রতি এক নিরন্তর দায়বদ্ধতা।

 

সকলের সুস্বাস্থ্যই অধিকার—সেবাশ্রয়ের ভরসায় সাধারণ মানুষ

 

মালদার কৃতি চিকিৎসক ডা. গোলাম মুর্শিদ সেখ-এর নিরলস মানবিক সেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *