

৭ম পূর্ব ভারত আঞ্চলিক সম্মেলন ও প্রদর্শনী ১৪ ও ১৫ নভেম্বর, ২০২৫ তারিখে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, নিউ টাউন, কলকাতা-১৫৬-এ অনুষ্ঠিত হবে। এটি ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কলকাতা চ্যাপ্টার কর্তৃক আয়োজিত হবে।
ISTD ৭ম EIRC-এর থিম হবে:- “একটি গতিশীল ব্যবসায়িক জগতে প্রযুক্তির মাধ্যমে টেকসই মানব কেন্দ্রিক বৃদ্ধি”।
অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হবে টেকসইতা, প্রযুক্তি, মানব এবং ব্যবসা।
৭ম EIRC-এর ঘোষণা ১০ নভেম্বর বিকেলে কলকাতা প্রেস ক্লাবে ISTD কলকাতার কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে করেন।
ISTD কলকাতার চেয়ারপারসন রাহুল বোস, এম.কে. বর্মণ (আয়োজক কমিটির চেয়ারম্যান এবং ISTD কলকাতার আঞ্চলিক সহ-সভাপতি), মাননীয়। সংবাদ সম্মেলনে সচিব কৌশাম্বী চক্রবর্তী, সিনিয়র সদস্য সুকৃত সোম, সুদীপ চক্রবর্তী, প্রকাশ চক্রবর্তী এবং আইএসটিডি কলকাতার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

