মালদার কৃতি চিকিৎসক ডা. গোলাম মুর্শিদ শেখের নিরলস মানবিক উদ্যোগ
নিজস্ব প্রতিবেদন:
‘সেভাশ্রয়’ একটি মানবিক জনকল্যাণমূলক কর্মসূচি, যার মূল লক্ষ্য অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই উদ্যোগ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে।
‘সেভাশ্রয়–১’-এর মাধ্যমে প্রায় ১২.৫ লক্ষ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা পেয়েছেন। এই ঐতিহাসিক সাফল্যের পর সম্প্রতি শুরু হয়েছে ‘সেভাশ্রয়–২’। নতুন এই পর্যায়ে আরও বহু সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবার আওতায় আসছেন।
‘সেভাশ্রয়–২’-এর পথচলা শুরু হয়েছে ১ ডিসেম্বর, মহেশতলা বিধানসভা এলাকা থেকে। পরবর্তী পর্যায়ে এই স্বাস্থ্য শিবির চলবে মেটিয়াব্রুজ, বজবজ, বিষ্ণুপুর, সাতগাছিয়া, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায়। প্রতিটি শিবিরে স্বীকৃত ও অভিজ্ঞ চিকিৎসকেরা দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পরিষেবা প্রদান করছেন।
এই জনকল্যাণমূলক কর্মসূচির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মালদা জেলার কালিয়াচক ব্লকের বৈষ্ণবনগর থানার চাকসেহেরদী গ্রামের কৃতি চিকিৎসক ডা. গোলাম মুর্শিদ শেখ। তাঁর নিরলস প্রচেষ্টা ও মানবিক মানসিকতার ফলে এলাকার বহু মানুষ উপকৃত হচ্ছেন।
ডা. গোলাম মুর্শিদ শেখ সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষের প্রশংসা ও সাধুবাদ অর্জন করেছে।
