বাই বাই গুড বাই
–দীপক দীক্ষিত

অনেক হলো এবার আসি
বাই বাই গুড বাই,
ভালো মন্দে, সুখে দুঃখে
কাটিয়ে গেলাম ভাই।
বিদায় আমায় দাও এবার
তোমরা সবাই মিলে,
ভুল, ত্রুটি সব যেও ভুলে
কষ্ট কিছু দিলে ।
কালের ডোরে বাঁধা আমিও
কর্তব্যে ছিলাম বাঁধা,
কোরোনা কেউ কিছু মনে
জীবনই কালো সাদা।
এসো এসো স্বাগতম ২০২৬
সময়ের লাগাম ধরো,
মালা হাতে অপেক্ষায় সবাই
যাত্রা আরম্ভ করো।
সবাই তোমরা ভালো থেকো
এবার আমি আসি,
গুড বাইটা জানাও সকলে
মুখে নিয়ে হাসি।।

আমাদের LCSF বইতে এই ধরনের লেখার জন্য:- ফোন: 6289583507 আশীষ বসাক ই-মেইল: hellokolkata1@gmail.com
