নিজস্ব সংবাদদাতা: কলাকৃতি আয়োজন করল বার্ষীক বিচিত্রা অনুষ্টান, ২০ এপ্রিল বিকাল ৪ ঘটিকায় নৃত্যের ডালী উপস্থাপন করল দেবাশীস সিং এর পরিচালনায়। এই দিনের শুভ সূচনায় উপস্থিত ছিলেন আন্তযাতিক শিল্পী ড. বি. শেখরস প্রধান অথিতি হিসাবে এবং আরো একজন ফ্যসান ডেভলপার ও বালি দিয়ে শিল্প কলা নির্মাতা অভিজিৎ ঘোষ প্রধান অমিতি, কলাকৃতি ছবি আঁকার নিয়মিত চর্চাকেন্দ্র পরিচালনা করে চলেছে দির্ঘ বহু বছর ধরে সাথে নৃত্য কলাকেও আরেক মাত্রা দিয়েছে। এই সবের সকল বিষয় গুলি বহু ধুম ধাম সহাকারে উপস্থাপন করালেন দেবাশীস সিং: দম দম ক্যন্টারম্যন্ট এর টাউন হলের সন্ধ্য আনোর ছলমলে পরিবেশে সাথে বসে ছিল পিজ্জা হাট যত ইচ্ছা খাও, খুব আনন্দদাওক পরিবেশ গড়ে তুলেছিল এই মুহঃর্ত গুলিকে, উপস্থিত দিলেন শিক্ষাবিদ আশীষ কাঞ্জিলাল অতিথি হিসাবে, আরো দিলেন চলচিত্র জগতের হরসু মেহারা, সমগ্র অনুষ্ঠান পরিচালনা-আনিশ সিং এবং সংঙ্গরিকা সোম বর্ষ এর নৃত্য শিক্ষিকা|

২০২৫ সালের এই ধামাকা দার সন্ধ্যা শুনে রাখবে সমগ্র দর্শক সারা বছর। আর সব থেকে উল্লেক যগ্য যারা খুব দুষ্টু বা মানসিক সমস্যা গ্রস্থ শিশুরা সবার সামনে শিক্ষক শিক্ষিকার সংস্পর্শে নিজেদেরকে নৃত্যকলার মাধ্যমে তুলে ধরল। প্রধান অতিমি ড. বি. শেখরস সুন্দর এক বক্তিতার মাধ্যনে সবাইকে বুঝিয়ে দিলেন তোমরা সবাই একানও কারি মানবধিকার কমিশন যেমন তাদের পাশে আছে ঠিক তেমন কথবার্তা ও তাদের সাথে আছে। তারা যেভাবে চেষ্টা করবে ঠিক সে ভাবেই নিজেকে গড়ে তুলতে পারবে তার জন্য রয়েছে বিশ্ব শিল্পকলা দন্তর, ছোট ছোট বালিকে একত্র করে যেমন অভিজিৎ ঘোষ ছবি একে দেন ঠিক তেম দেবাশীস সিং এই অনুষ্ঠানকেও সকলের সামনে সুন্দর এই রূপ দিয়েছেন তা বলে সমান্তি করা যায় না। এভাবে – আমাদের খবরের শীরণামে জেগে থাকুক কলাকৃতির স্বর্ণালী মুহূর্ত গুলো।

One thought on “কলাকৃতি’র বার্ষিক বিচিত্রা উৎসব: নৃত্য, শিল্প ও মানবতার ছোঁয়ায় এক স্বর্ণালী সন্ধ্যা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *