নিজস্ব সংবাদদাতা, Kathabarta: কলকাতা পৌরসংস্থার ১০১ নম্বর ওয়ার্ডের পাটুলি বাইপাস সংলগ্ন বিশ্ব বাংলা সরণিতে এবার দেখা যেতে চলেছে এক অসাধারণ দৃষ্টিনন্দন চিত্র — কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর জন্য নির্মিত ভারতের প্রথম গিবলি স্টাইল রোড গ্রাফিটি।

এই গ্রাফিটির মাধ্যমে শুধুমাত্র ক্রীড়া জগতের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং শহরের সাংস্কৃতিক চেতনা ও শিল্প ভাবনার এক অভিনব প্রকাশ ঘটানো হচ্ছে। রাত্রিবেলা আলোকসজ্জার মাঝে এই চিত্র যেন এক আলাদা মাত্রা এনে দিচ্ছে গোটা অঞ্চলকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এর কিছু ঝলক ভাইরাল হয়েছে এবং সাধারণ মানুষের আগ্রহ বেড়েই চলেছে।

কলকাতা নাইট রাইডার্স-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই গ্রাফিটির উদ্বোধনের বিশেষ মুহূর্তগুলি শেয়ার করা হবে। স্থানীয় কাউন্সিলর ও উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে তারা এলাকাবাসীর মধ্যে গর্ব ও উৎসাহের সঞ্চার করতে চাইছেন।

এই রোড গ্রাফিটি তৈরির পেছনে রয়েছেন শহরের একদল উদ্যমী ও সৃজনশীল শিল্পী, যারা দিনরাত এক করে কাজ করছেন। এটি আগামী দিনে পর্যটকদের কাছেও একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *